ওয়ানএক্সবেট একটি রাশিয়ান অনলাইন বেটিং সাইট। ১৯৯৭ সালে এটির যাত্রা শুরু। বেটিং সাইটটির মালিকানা ওয়ানএক্স করপোরেশনএনভির হাতে। এদের স্থায়ী অফিস সাইপ্রাসের লিমাসোলে। তবে কোম্পানিটি রেজিস্ট্রেশন করা হয়েছে কারাকাসে। সেখানকার নিয়ম কানুন মেনেই চলে ওয়ানএক্সবেটের কার্যক্রম। ২০১১ সাল পর্যন্ত অফলাইনে চলেছে এর যাবতীয় কাজকর্ম। তবে ২০১২ সালে অনলাইনে আসার পর, দ্রুতই জনপ্রিয়তা পায় এই বেটিং সাইট। বিশ্বের বিভিন্ন দেশের জুয়াড়িদের কাছে পরিচিত বেটিং সাইট হিসেবে জায়গা করে নেয়। চার লাখের বেশি নিবন্ধিত জুয়াড়ি আছে এখানে। তবে বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ বেটিং সাইট। এই দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশে। এখানেও নিষিদ্ধ ওয়ানএক্সবেটের মতো জুয়ার সাইটগুলো। তাই বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে এই সাইটে ঢোকা বা ব্যবহার করা কঠিন। পাশাপাশি আইনত অবৈধ হওয়ায় ঝুঁকিও আছে। আর এজন্যই প্রয়োজন অল্টারনেটিভ লিংক। বাংলাদেশ থেকে ওয়ানএক্সবেটে ঢোকার অল্টারনেটিভ পদ্ধতিগুলো নিয়ে আজ আলোচনা করবো।
কিভাবে মিরর লিঙ্কের মাধ্যমে বাংলাদেশ থেকে ওয়ানএক্সবেটে ঢুকবেন?
Contents
ওয়ানএক্সবেটে মিরর লিঙ্ক দিয়ে ঢোকা একদমই সহজ। অন্য আট দশটা সাইটে যেভাবে ঢোকেন, এখানেও সেভাবেই ঢুকতে হয়। অ্যাড্রেস বারে গিয়ে ওয়েবসাইটের ইউআরএল লিখেই ঢুকতে পারবেন। আমি আপনাদের প্রথম যে দুইটি মিরর লিংক দেবো সেখানে এভাবেই ঢুকতে পারবেন। তবে প্রথমবারের চেষ্টায় আপনি সরাসরি নাও ঢুকতে পারেন। মিরর লিঙ্কের মাধ্যমে প্রথমবার ওয়ানএক্সবেটে ঢুকতে ইরর বার্তা দেখাতে পারে।
এরকম হলে আপনি হতাশ হবেন না। অ্যাডভান্স অপশনে ক্লিক করুন। তারপর প্রসিড টু ওয়ানএক্সবেটডটকম(আনসেফ) লেখা দেখবেন। সেখানে ক্লিক করুন। তবে ব্রাউজার ভেদে এই পদ্ধতির কিছুটা পরিবর্তন হতে পারে। ঘাবড়ানোর কিছু নেই। ইরর ম্যাসেজের আশপাশেই অ্যাডভান্স অপশন পাবেন।
বিকল্প আরেকটি উপায়েও পেতে পারেন মিরর লিঙ্ক। আপনার মোবাইলে গিয়ে টাইপ করুন WWW তারপর এসএমএস পাঠিয়ে দিন ৭৯৬০০৩০-৫০-৮০ নাম্বারে। ফিরতি এসএমএসে আপনার মিরর লিঙ্ক অ্যাড্রেস পেয়ে যাবেন। একাউন্ট না থাকলে সেখান থেকেই একাউন্ট করে নেবেন। আর আগেই একাউন্ট খোলা হলে লগ ইন করবেন।
ওয়ানএক্সবেটে ঢুকতে পারবেন এমন কিছু মিরর লিঙ্ক
বাংলাদেশ থেকে ওয়ানএক্সবেটে একাউন্ট খোলা কিংবা ঢোকার অনুমতি নেই। তবে যারা এই বিধিনিষেধ অমান্য করে সাইটটিতে একাউন্ট খুলতে চান এবং বেটিং করতে চান তাদের জন্যই মূলত নিচের মিরর লিঙ্কগুলো। এখানকার সবগুলো লিঙ্ক বাংলাদেশ থেকে কাজ নাও করতে পারে। এজন্য সবগুলোই অন্তত একবার করে চেষ্টা করে দেখবেন। মিরর লিঙ্কগুলো হল:
- 1xbet.com
- 1xbetchina.com
- WWW লিখে এসএমএস করুন ৭৯৬০০৩০-৫০-৮০ নাম্বারে
ওয়ানএক্সবেটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন:
বাংলাদেশ থেকে চারভাবে ওয়ানএক্সবেটে রেজিস্ট্রেশন করা যায়। এগুলো হল; এক ক্লিকে রেজিস্টার, ফোন নাম্বার দিয়ে, ইমেইলের মাধ্যমে এবং সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে।
এক ক্লিকে রেজিস্টার
আমার কাছে চারটি পদ্ধতির মধ্যে এটিই সবচেয়ে সোজা লেগেছে। এখানে আপনাকে দেশের নাম হিসাবে বাংলাদেশ লিখতে হবে। তারপর মুদ্রা ঠিক করতে হবে। এখানে আপনি ডলার বা ইউরো ঠিক করে দিতে পারেন। এরপর যখন টাকা ডিপোজিট করবেন, তখন আপনার পরিচয় নিশ্চিতের জন্য ডকুমেন্ট দেয়া লাগতে পারে। দেশ-ভেদে এই পদ্ধতি ভিন্ন ভিন্ন।
ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন
ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন এক ক্লিকে রেজিস্ট্রেশনের মতোই। ওয়ানএক্সবেটকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তারপর কোন মুদ্রার মাধ্যমে লেনদেন করবেন তা সিলেক্ট করবেন। এই দুই ধাপ পূরণ হয়ে গেলে শুধু রেজিস্টারে ক্লিক করবেন। এভাবেই বাংলাদেশ থেকে মোবাইল নাম্বার দিয়েই করে ফেলতে পারবেন ওয়ানএক্সবেটের একাউন্ট।
ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন
এই পদ্ধতিতে রেজিস্টেশনে একটু বেশি সময় লাগে। কেননা রেজিস্ট্রেশনের সময় আপনার বিস্তারিত তথ্য দেয়া লাগে। নিজের নাম, ডাকনাম, মোবাইল নাম্বার,এবং মুদ্রার নাম পূরণ করতে হয়। তবে সবকিছু করতে ৫ মিনিটের বেশি সময় লাগার কথা নয়।
সোশ্যাল মিডিয়া দিয়ে রেজিস্ট্রেশন
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রেজিস্ট্রেশনও বেশ সোজা। খুব বেশি কিছু করতে হয় না। ব্রাউজারে আপনার টেলিগ্রাম, গুগল প্লাস, মেইলডটআরইউ বা অন্য কোন সোশ্যাল একাউন্ট খুলে রাখুন। এরপর, ওয়ানএক্সবেটের রেজিস্ট্রেশন অপশনে গিয়ে সোশ্যাল মিডিয়ার অপশন থেকে আপনার পছন্দের একাউন্ট সিলেক্ট করুন। এসময় লেনদেনে ব্যবহৃত মুদ্রার নামও সিলেক্ট করতে হবে। আপনার পছন্দের মুদ্রা সিলেক্ট করে রেজিস্ট্রেশনে ক্লিক করলেই হয়ে গেল একাউন্ট।
অফারসমূহ
জুয়াড়িরা ওয়ানএক্সবেটের ক্যাসিনো এবং অন্যান্য খেলায় অনেক অফার পান। নতুনদের জন্যই সবচেয়ে বেশি অফার থাকে। যেমন প্রথম ডিপোজিটের সমপরিমাণ বোনাসের ব্যবস্থা আছে এখানে। তবে তা ১০০ ডলার পর্যন্ত সীমাবদ্ধ। এছাড়াও বিশেষ দিন, অ্যাডভান্সবেট, ফ্রি জন্মদিন বেট, ওয়ানএক্সরেট অফার, এবং ওয়ানএক্সটোটো অফারসহ আরও বিভিন্ন ধরণের বোনাসের ব্যবস্থা আছে। তবে এসব বোনাস নেয়ার আগে, অবশ্যই তাদের শর্ত ও বিধিনিষেধগুলো পড়ে নিতে হবে। এতে অনেক সময়ই আপনার অনেক নতুন নিয়ম শেখা হবে এবং শর্তের বেড়াজালে পড়ে অর্থ নষ্টের হাত থেকে বেঁচে যাবেন।
ওয়ানএক্সবেটের ওয়েবসাইট ডিজাইন
এককথায় বললে সাইটটির ডিজাইন অসাধারণ। খুব সহজে ব্যবহার করতে পারবেন যেকেউই। সাইটটির রঙ ব্যবহার খুবই পরিশীলিত। আপনি যখন সাইটে থাকবেন আপনার চোখে একটা প্রশান্তি খেলা করবে। মেনুর ছড়াছড়ি নেই। মাত্র ১০টির মতো মেনু। মেনু থেকে যেকোনো খেলা খুঁজে বের করা আর বেট ধরা খুবই সহজ। মেনুর সাব-মেনুগুলোতেও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সব কিছু সাজানো। এরপরও কিছু খুঁজে পেতে কষ্ট হলে সার্চ বারে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। সবচেয়ে ভালো যে জিনিসটি তা হল, আপনি বাংলা ভাষাতেও এখানে সবকিছু খুঁজতে পারবেন। অন্তত ৫২ টি ভাষার অপশন আছে সাইটটিতে।
কি কি বাজি ধরতে পারবেন?
ওয়ানএক্সবেটে অসংখ্য বাজির অপশন আছে। যুগের সাথে তাল মিলিয়ে অন্যান্য বেটিং সাইটের মতোই আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা রয়েছে এখানে, যেমন;
ইন-প্লে বেটিং-এখানে জুয়াড়িরা লাইভ গেমে বাজি ধরতে পারেন। ম্যাচের শুরুতেই বাজি ধরে যদি আপনার মন না ভরে, তবে এই সেকশন আপনার জন্য। লাইভে খেলা দেখতে দেখতে বাজি ধরতে পারবেন।
লাইভ স্ট্রিমিং-এখানে অনেক খেলাই সরাসরি দেখতে পারেন। একদম রিয়েল টাইমে। আপনার ইন্টারনেটের গতি যদি ভালো হয়,তাহলে তো কথায় নেই। কোন বাফারিং ছাড়া ঝকঝকে তকতকে খেলা দেখতে পাবেন। সাথে বেটিং এর অপশন তো থাকছেই।
বেট ইনস্যুরেন্স- এখানেই ওয়ানএক্সবেট অন্য অনেক সাইট থেকেই আলাদা। জুয়াড়িরা তাদের বেটকে নিরাপদ করতে ওয়ানএক্সবেটের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এর জন্য কিছু ফি দিতে হবে আপনাকে। এর সুবিধা হল, কোন বেটে আপনি হেরে গেলেই, কিছু অংশ টাকা আপনি ফেরত পাবেন। ঠিক ততোটুকুই, যতোটুকুর জন্য আপনি ইনস্যুরেন্স করেছেন!
মোবাইল অ্যাপ
আমার মতো অনেক জুয়াড়িই বেশ অলস। শুয়ে, বসে কিংবা হেটে হেটেও আমাদের বেটিং করতে হয়। এদের জন্য সুখবর হল- ওয়ানএক্সবেটের একটা মোবাইল অ্যাপ আছে। ডেস্কটপ ভার্সনে যে যে ফিচার আছে, এখানেও সেগুলো পাবেন। একঘেয়েমীভাবে কম্পিউটারের সামনে বসে না থেকে অ্যাপের মাধ্যমে যখন যেখান থেকে বাজি ধরতে পারার সুযোগটা নিতেই পারেন আপনি। আই ওএস, এন্ড্রোয়েড এমনকি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মোবাইলেও এই অ্যাপ কাজ করে।
পেমেন্ট পদ্ধতি
ওয়ানএক্সবেটের বেশ কিছু পেমেন্ট পদ্ধতি আছে। এগুলো সবই আন্তর্জাতিকভাবে পরিচিত পদ্ধতি। কার্ড, ব্যাংক, ব্যাংক ওয়্যার এবং বিভিন্ন ই-ওয়ালেটের মাধ্যমে তারা পেমেন্ট নিয়ে বা দিয়ে থাকে। সবচেয়ে দ্রুত পদ্ধতি ই-ওয়ালেট। এই পদ্ধতিতে ১৫ মিনিটের মধ্যেই পেমেন্ট শেষ করা যায়। কার্ডে পেমেন্টে কিছুটা বেশি সময় লাগে। পরিস্থিতি ভেদে ১ থেকে ২ দিন পর্যন্ত লাগতে পারে। ব্যাংক ওয়্যারের মাধ্যমে সবচেয়ে বেশি সময় লাগে। সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত লাগতে পারে। তবে ওয়েব-মানি, স্ক্রিল, নেটেলার, ভিসা, মাস্টার-কার্ড, বিটকয়েনের মতো জনপ্রিয় পদ্ধতিগুলোর মাধ্যমেও পেমেন্ট দেয়া নেয়া করতে পারবেন এখানে। আমি সাধারণত ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে লেনদেন করি।
কাস্টমার সার্ভিস
লাইভ চ্যাট, ইমেইল এবং ফোনের মাধ্যমে আপনি গ্রাহক সেবা পেতে পারেন। তাদের কাস্টমার কেয়ারে কাজ করা কর্মীরা বেশ দক্ষ এবং পেশাদার। আপনার যে কোন সমস্যার সহজ ও দ্রুত সমাধান তারা দিতে চেষ্টা করে। আমি বেশিরভাগ ক্ষেত্রে লাইভ চ্যাট করি।
শেষ কথা
আমি নিজে ব্যবহার করে যা পেয়েছি, তা হল ওয়ানএক্সবেটকে আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন। তাদের বিশ্বস্ততার প্রমাণ নিজদের সেবার মাধ্যমেই নিশ্চিত করেছে। একারণেই অনেক কম সময়ে বেটিং দুনিয়ায় ভালো অবস্থানে সাইটটি।